পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান

দরবেশ জরিপ শাহের মাজার


দরবেশ জরিপ শাহের মাজার         

       
জেলা  :   à¦¶à§‡à¦°à¦ªà§à¦°
উপজেলা  :   à¦¶à§à¦°à§€à¦¬à¦¦à§€

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অন্যতম পবিত্রতম স্থান এই দরবেশ জরিপ শাহের মাজার। মাজারটি গড়জরিপা নামের একটি ইউনিয়নে অবস্থিত। হযরত জরিপ শাহ্‌ (রহ) একজন ধর্ম প্রচারক ছিলেন। হযরত শাহ্‌ জালাল ইয়ামেন (রহ) এর উপমহাদেশে আগমনের সময় ৩১৩ জন সফরসঙ্গী এর মধ্যে হযরত জরিপ শাহ্‌ (রহ) ছিলেন একজন। এই এলাকায় ধর্ম প্রচার করতেন তিনি। তিনি এখানে একটি খালও খনন করেছিলেন। এই ধর্মপ্রচারকের নামানুসারেই এলাকার নাম হয়েছে গড়জরিপা। হযরত জরিপ শাহের মৃত্যুর পর এখানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। তার সমাধিস্থলটি দরবেশ জরিপ শাহের মাজার নামে পরিচিত।




.         



Last Updated Date of This Artical : 0000-00-00



      Share This on FB          


শেরপুর  জেলার অন্যান্য দর্শনীয় স্থান  

শেরপুর  জেলার হোটেল/মোটেল  
Hotel Aysar Inn (Type: Hotel)
Raghunath Bazar,Thana Road, Sherpur Town,Sherpur
Phone : +880-93161135, +880-93261137, +880 1799-344810


শেরপুর  জেলার রেস্টুরেন্ট/ফাস্ট-ফুড  

শেরপুর  জেলার রিসোর্ট  

শেরপুর  জেলার আইন-শৃংখলা বাহিনী  
Jhenaigati     :     OC Jhenaigati Police Station     :     01713-373527
Nalitabari     :     OC Nalitabari Police Station     :     01713-373525
Nokla     :     OC Nokla Police Station     :     01713-373524
Sherpur Sadar     :     OC Sherpur Police Station     :     01713-373523
Sreebordi     :     OC Sreebordi Police Station     :     01713-373526

শেরপুর  জেলার ট্যুরিস্ট পুলিশ  

শেরপুর  জেলার শপিং মল  


পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান